sopna gomz

সিস্টার স্বপ্না গমেজ, সিআইসি

প্রধান শিক্ষক

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের সেন্ট মাদার তেরেজা স্কুলে প্রথমবারের মতাে স্কুল ডে” উপলক্ষ্যে ম্যাগাজিন “অন্বেষণ” প্রকাশ করা হচ্ছে। এটি আমাদের জন্য খুবই আনন্দের শুভবার্তা। এই বিশেষ দিনে সম্মানিত অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষক মণ্ডলী ও আমার স্নেহের শিক্ষার্থীদের জানাই প্রাণঢালা প্রীতি ও শুভেচ্ছা। গ্রীক দার্শনিক সক্রেটিস বলেছেন, “Know Thyself” (নিজেকে জানাে)। এ বিব্রহ্মান্ডে জানার শেষ নেই। দোলনা থেকে মৃত্যু পর্যন্ত জ্ঞান আহরণ করতে হয়। মহান সৃষ্টিকর্তা মানুষকে জ্ঞান, বুদ্ধি ও বিবেক দিয়ে সৃষ্টির শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। মানুষ যেন সঠিকভাবে তা ব্যবহার করে স্রষ্টার কাজে সহায়তা করেন। প্রতিটি শিক্ষক শিক্ষার্থীদের জীবনে এক একটি দর্পনস্বরূপ। শিক্ষক অনুপ্রেরণাদায়ী, একজন স্বপ্নদ্রষ্টা। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যতে সামনের দিকে এগিয়ে যাবার স্বপ্ন দেখান। তেমনিভাবে প্রতিটি শিশু পরিবারের গন্ডি পেরিয়ে বিদ্যালয়ে আসে আরাে নতুন কিছু শেখার জন্যে। বিদ্যালয়ে এসে তারা তাদের সুপ্ত প্রতিভা বিকাশ ও পরিচর্যা করার সুযােগ লাভ করে। তারা যেন নিজেদের আরাে বেশি করে আবিস্কার করতে পারে তাদের চিন্তা ধারা ও চেতনায়। আর সেই লক্ষ্যকে কেন্দ্র করেই আজকের এই ম্যাগাজিন। আজ সেন্ট মাদার তেরেজার পর্ব দিবস। এই দিনটি খুবই অর্থপূর্ণ ও আশির্বাদপূর্ণ একটি দিন। আমরা যেন মাদার তেরেজার মতাে নি:স্বার্থ সেবায় মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি। মাদার তেরেজার জীবনাদর্শ আমাদের জীবনে আগামী দিনের চলার পথকে আরাে সুন্দর ও স্বার্থক করে তুলুক। শিক্ষার্থীরা একে অন্যকে ভালবাসবে, শ্রদ্ধা-সম্মান করবে এবং মানবিক গুণাবলী বৃদ্ধি লাভ করে যােগ্য মানুষ হয়ে উঠবে ও নিজেদের জীবনের স্বপ্নকে সামনে রেখে ভালােমত পড়াশােনা করে পিতা-মাতার মুখ উজ্জ্বল করবে এই কামনা করি।

Other Members