বিশব সেবাষ্টিয়ান টুডু
দিনাজপুর ধর্মপ্রদেশের বিশপ
আমি খুবিই আনন্দিত যে, সেন্ট মাদার তেরেজা স্কুল “অন্বেষণ” ম্যাগাজিন প্রকাশ করতে যাচ্ছে। শিক্ষক মন্ডলী ও ছাত্র-ছাত্রীদের এই সুন্দর উদ্যোগকে আমি প্রসংশা করি। ছাত্র-ছাত্রীদের লেখনির মাধ্যমে একদিকে যেমন জ্ঞান চর্চা হয়, মেধা বিকাশ হয়, অন্যদিকে চিন্তা ভাবনাও গভীর হয়। বর্তমানে, চিন্তাশীল মানুষের অনেক প্রয়ােজন আছে। আমি প্রত্যাশা করি অনেক ভাল ও মান সম্পন্ন লেখনির মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীরা তাদের সুচিন্তা ও মেধার প্রকাশ করবে। দেশের সমন্বিত উন্নয়নের জন্য মেধা এবং অর্থের উভয়েরই প্রয়ােজন আছে। সে লক্ষ্যে, সেন্ট মাদার তেরেজা স্কুলের লক্ষ্য হচ্ছে মেধাবী ছাত্রের পাশাপাশি ভাল মানুষও গড়ে তােলার কাজ করা। শুধুমাত্র অর্থনৈতিক ও বৈষয়িক উন্নতি প্রকৃত সুখ ও সমৃদ্ধি আনতে পারে না; এর জন্য প্রয়ােজন শিক্ষিত ও নীতিবান মানব সম্পদ। সেন্ট মাদার তেরেজা স্কুল আধুনিক শিক্ষা দর্শন নিয়ে ছাত্র-ছাত্রীদের শিক্ষা ও গঠন দানের জন্যে প্রতিষ্ঠা করা হয়েছে । প্রতিষ্ঠানটি আদর্শ শিক্ষার পরিবেশ ও অন্যান্য প্রয়ােজনীয় শিক্ষা বান্ধব ব্যাবস্থা রেখে নির্মাণ করা হয়েছে। স্কুলটির পরিষ্কার-পরিচ্ছন্ন নিরিবিলী পরিবেশ, ছাত্র-ছাত্রী ও অবিভাবক সবাই পছন্দ করে। সে কারণে, প্রতিষ্ঠানটি খুব অল্প সময়ে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। বিদ্যালয়টির নাম “সেন্ট মাদার তেরেজা রাখার তাৎপর্য হচ্ছে, ছাত্র-ছাত্রীদের সামনে নবেল বিজয়ী একজন আদর্শ শিক্ষিকা এবং একজন মহান সাধ্বী ব্যাক্তিকে রাখা; যিনি তার কাজ ও জীবনাদর্শ দ্বারা গােটা বিশ্বকে আলােকিত করেছেন। সেন্ট মাদার তেরেজা স্কুলের বিশেষত্ব হল: নিয়মিত পাঠদান কার্যক্রম, সারাবছর একই রকম নিয়মানুবর্তিতা, পাঠ্য শিক্ষার পাশপাশি বিভিন্ন ধরনের সহ পাঠ্যক্রমের ব্যবস্থা এবং নৈতিক গঠন দান। সেন্ট মাদার তেরেজা স্কুল ও ছাত্র-ছাত্রীদের জন্য অনেক শুভ কামনা করি। প্রার্থনা করি, ঈশ্বর যেন এই প্রতিষ্ঠানটিকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করেন, যেন এই স্কুলের সমস্ত ছাত্র-ছাত্রী জ্ঞানে-বুদ্ধিতে বেড়ে উঠে এবং পরিবার ও দেশের মানব সম্পদে রূপান্তরিত হয়।