স্কুলের নিয়মাবলী
- Posted by Saint Mother Teresa
- Categories স্কুল এর নিয়মাবলী
- Date July 7, 2022
১। প্রত্যেক ছাত্র-ছাত্রীকে পােষাকে ও শারিরীকভাবে পরিস্কার পরিচ্ছন্ন ও মার্জিত থাকতে হবে। চুল ও নখ ছােট রাখতে হবে।
২। কোন ছাত্র-ছাত্রী স্কুলে স্বর্ণের অলংকার, ঘড়ি বা অন্যান্য দামী জিনিস ব্যবহার করতে পারবে না। কোন প্রকার ক্ষতি বা হারিয়ে গেলে এর জন্য স্কুল কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
৩। কোন ছাত্র-ছাত্রী ছোঁয়াচে বা সংক্রামক রােগে আক্রান্ত হলে রােগ আরােগ্য না হওয়া পর্যন্ত স্কুলে আসবে না।
৪। যে কোন ধরণের ছুটির প্রয়ােজনে অথবা রােগে আক্রান্ত ছাত্র-ছাত্রী সুস্থ্য হলে চিকিৎসকের ছাড়পত্র বা প্ৰেপক্রিপশন পত্র সহ পিতা-মাতাকে প্রধান শিক্ষক বরাবর দরখাস্ত প্রদান করতে হবে।
৫। অজ্ঞাত অবস্থায় কিংবা পূর্ব অনুমতি ব্যতীত একটানা ১৫ (পনের) দিন অনুপস্থিত ছাত্র-ছাত্রীর নাম শ্রেণি রেজিষ্টার / হাজিরা খাতা থেকে কর্তন করা হবে। এরূপ ছাত্র-ছাত্রীর পড়াশুনার ইচ্ছা থাকলে পুনঃভর্তি হতে হবে।
৬। প্রত্যেক ছাত্র-ছাত্রীকে অবশ্যই পরীক্ষার পূর্বে স্কুলের বেতন ও পরীক্ষার ফি পরিশােধ করতে হবে। কোন প্রকার পাওনা থাকলে তাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। ।
৮। কারণ বশতঃ কোন ছাত্র-ছাত্রী পরীক্ষা দিতে না পারলে পুনরায় | পরীক্ষা দেওয়ার কোন সুযােগ নেই।
You may also like
শপথ
July 16, 2022
ছাত্র/ছাত্রীদের পােষাক
July 15, 2022
ছাত্র/ছাত্রীদের পােষাক ছাত্র ১। এ্যাশ কালার শার্ট ফুল হাতা। ২। এ্যাশ কালার লম্বা প্যান্ট। ৩। কালাে জুতা ও মােজা। ৪। কোমরে কালাে বেল্ট। ৫। নেভী ব্লু সােয়েটার + এ্যাশ কালার কটি। ছাত্রী ১। এ্যাশ কালার ফ্রক থ্রি কোয়াটার হাতা। ২। …